[সাহরা করিমি আফগান চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্রে পিএইচডি করা প্রথম এবং একমাত্র আফগান নারী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি নিয়ে এসেছিলেন এই নির্মাতা। তাঁর চলচ্চিত্র ‘হাওয়া’, ‘মরিয়ম’, ‘আয়েশা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে হরাইজন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়ে বিশ্বচলচ্চিত্র দরবারে খোলা চিঠি পাঠিয়েছেন সাহরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চিঠি শেয়ার করেছেন ভারতীয় নির্মাতা অনুরাগ কশ্যপ, চিঠিটি নিয়ে করা ‘ভ্যারাইটি’র প্রতিবেদন শেয়ার করেছেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথম আলোর পাঠকের জন্য চিঠিটি তুলে ধরা হলো।]