Magazine scene  

 

৭৪ বছর পর ইংলিশ লিগে এসেই হুল ফোটাল ‘মৌমাছির দল’

৭৪ বছর পর ইংলিশ লিগে এসেই হুল ফোটাল ‘মৌমাছির দল’ – ATVNews24

৭৪ বছর পর ইংলিশ লিগে এসেই হুল ফোটাল ‘মৌমাছির দল’

New Arrival Collection For You,Up To 75% OffNew Arrival Collection For You,Up To 75% Off

ব্রেন্টফোর্ডের জন্য এর চেয়ে দারুণ উপলক্ষ হয়তো আর হতে পারত না!

৭৪ বছর পর এবার ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ স্তরে উঠে এসেছে ক্লাবটি। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটাও কাল হয়েছে ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচ দিয়েই। তাতে করোনাকালে এই প্রথম পূর্ণ গ্যালারিতে কোনো ম্যাচ দেখল প্রিমিয়ার লিগ।

এমন একটা উপলক্ষ জয়ে রাঙাতে না পারলে ব্রেন্টফোর্ডকে নিয়ে দুকথা হতো না, কিন্তু তাতে গল্পটাও তো পূর্ণ হতো না। ব্রেন্টফোর্ড নিশ্চিত করল, গল্পটা পূর্ণতা পাচ্ছে। ‘দ্য বিজ’ বা মৌমাছির দল খ্যাত ক্লাবটা যেন আর্সেনালকে হুল ফোটাল। কাল নিজেদের মাঠে এক সময়ের পরাক্রমশালী আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ৭৪ বছর পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে প্রথম ম্যাচ রাঙিয়ে দেয় ব্রেন্টফোর্ড! সহকারী কোচের পদ থেকে পদোন্নতি পেয়ে ড্যানিশ কোচ থমাস ফ্রাঙ্ক দুবছর আগে মূল কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রেন্টফোর্ড স্বপ্ন দেখছিল প্রিমিয়ার লিগে খেলার। মূলত, ৩-৪-৩ ছকে আক্রমণাত্মক গতিময় খেলায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপ মাতিয়েছে ব্রেন্টফোর্ড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
//usounoul.com/4/4433033

Adblock Detected

please turn off

Post a Comment

0 Comments